শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ০৩:৩৪:৪০

৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো এই পাঙ্গাশ মাছটি

৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো এই পাঙ্গাশ মাছটি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জলে ২৫ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জেলে বাচ্চু হালদারের কাছ থেকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। পরে অল্প কিছু লাভে মাছটি তিনি বিক্রি করে দেন।

জেলে বাচ্চু হালদার বলেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে আমি ও আমার সঙ্গীরা মিলে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে জাল ফেলে বসে থাকি। শুক্রবার ভোরের দিকে জালে জোরে একটি ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। জালটি ওঠানোর পর দেখতে পাই একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটে মাছের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। এ সময় মাছটি নিলামে তোলা হলে ২ হাজার ৩০০ টাকা কেজি ধরে ৫৭ হাজার ৫০০ টাকায় শাহজাহান শেখ কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বড় পাঙাশের চাহিদা সবসময়ই বেশি থাকে। আমি নিলামে সর্বোচ্চ ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিই। এরপর দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে সামান্য লাভে মাছটি বিক্রি করে দিয়েছি।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের পাঙাশ মাছ পাওয়ার খবর প্রায়ই পাওয়া যাচ্ছে, যা জেলেদের জন্য অত্যন্ত আনন্দের। তবে আমরা জেলেদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন পাঙাশ ধরার সময় শুশুক ও বাগাইড় মাছের সুরক্ষায় সচেষ্ট থাকেন এবং ভুলক্রমে জালে আটকা পড়লে সেগুলোকে নদীতে ছেড়ে দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে