সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ০৩:৫০:৪৬

রাজবাড়ীতে হঠাৎ আদার কেজি কত হলো জানেন?

রাজবাড়ীতে হঠাৎ আদার কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীতে সপ্তাহের ব্যবধানে কেজিতে আদার দাম বেড়েছে ১০০ টাকা। গত সপ্তাহে প্রতি কেজি আদা ১০০ টাকা বিক্রি হলেও গত শনিবার (২ আগস্ট) থেকে কেজিতে ১০০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দামে এখন ঝাজ দেখা দিয়েছে দ্বিগুণ। পাইকারি বাজারে প্রতি মণ আদায় বেড়েছে চার হাজার টাকা।

ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের টানা অতিরিক্ত বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

ক্রেতাদের অভিযোগ, সরকার ও প্রশাসনের কোনো তদারকি বাজারে না থাকায় নিত্যপন্যের দাম প্রতিদিনই বাড়ছে। বাজার পরিস্থিতির ঊর্ধ্বমুখী দাম নিয়ে হতাশা জানান তারা। বাজার ও নিত্যপন্যের দোকানগুলোতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন তারা।

ব্যবসায়ীরা জানান, গত কয়েক দিন দরে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এতে বাড়তে বাড়তে আদার দাম দ্বিগুণ হয়েছে। বাজারের আড়তে আদার সরবরাহ কম থাকায় ঘাটতি দেখা দিয়েছে খুচরা বাজারে। গত সপ্তাহে প্রতি কেজি আদা ১০০ টাকা বিক্রি হলেও চলতি সপ্তাহের শনিবার থেকে আদার দাম বেড়ে ২০০ টাকা কেজি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে