শনিবার, ০৭ মার্চ, ২০২০, ০৯:০৫:৪২

প্রিয়তমা নববধূকে হারিয়ে পদ্মাপারে বসে অঝোরে কাঁদছেন স্বামী

প্রিয়তমা নববধূকে হারিয়ে পদ্মাপারে বসে অঝোরে কাঁদছেন স্বামী

রাজশাহী থেকে : বুকভরা স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলেন আসাদুজ্জামান রুমন (২৬)। কিন্তু বিয়ের পরদিনই তার স্বপ্নের সংসার ভেসে গেল পদ্মায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ না হতেই নৌকাডুবিতে নিখোঁ'জ হন রুমনের নববধূ সুইটি খাতুন পূর্ণিমা (২০)। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি পূর্ণিমার। 

শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকার পদ্মা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। একই নৌকায় স্ত্রীর সহযাত্রী ছিলেন রুমন। নৌকাডুবিতে ভাগ্যক্রমে রুমন বেঁচে যান। তার সঙ্গে বেঁচে গেছেন নৌকার আরও ৩১ যাত্রী। এরা সবাই নিখোঁ'জ কনের স্বজন।

তবে এখনও নিখোঁ'জ পূর্ণিমা, তার খালা আঁখি ও ফুফাতো বোনের মেয়ে রুবাইয়া। এরই মধ্যে একে একে পদ্মা নদীতে ভেসে উঠে বাবা-মেয়েসহ ছয়জনের লাশ। দু'র্ঘ'টনার পর পদ্মা নদী থেকে নিখোঁ'জ কনের চাচা শামীম (৪০), চাচি মনি বেগম (৩৫), তাদের মেয়ে রশ্মি (১০), কনের দুলাভাই রতন আলী (২৮), ভাগনি মরিয়ম (৮) এবং খালাতো ভাই এখলাসের (২৮) লা'শ উ'দ্ধা'র করা হয়।

শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব লা'শ উ'দ্ধার হয়। এদিকে পদ্মাপারে বসে থেকে সারাদিন মরদেহ উদ্ধারের ঘটনা দেখে কাঁদছেন বর রুমন। সন্ধ্যা পর্যন্ত মেলেনি তার প্রিয়তমার লা'শ। এই যাত্রায় বেঁচে ফিরলেও মান'সিকভাবে ভে'ঙে পড়েছেন তিনি। কথা বলার শক্তি হা'রিয়ে ফেলেছেন রুমন। নি'র্বা'ক দৃষ্টিতে পদ্মা নদীর দিকে চেয়ে রয়েছেন।

পদ্মাপারে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমিয়েছেন। তারাও কথা বলার চেষ্টা করেছেন রুমনের সঙ্গে। সারাদিন পদ্মা নদীর দিকে তাকিয়ে শুধু চোখের পানি ফেলেছেন রুমন। কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা যে নৌকায় ছিলাম সেটি হঠাৎ বি'ক'ল হয়ে যাই। এরপর দ'মকা হাওয়ায় উ'ল্টে যায় নৌকাটি। অন্যদের সঙ্গে সাঁতরে তীরে ফিরলেও পূর্ণিমাকে হা'রিয়ে ফেলেছি আমি। তবে শেষবারের মতো তার মুখ দেখতে চাই আমি।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের ত'দ'ন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ত'দ'ন্ত কমিটির প্রধান রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম বলেন, ডুবে যাওয়া নৌকা দুটি ছিল ডিঙি নৌকা। ধা'রণক্ষ'মতার অ'তিরি'ক্ত যাত্রী বোঝাই ছিল। হঠাৎ একটি নৌকার ইঞ্জিন বি'ক'ল হয়ে যায়। ওই সময় দ'মকা হাওয়ায় ডুবে যায় বরযাত্রীবাহী নৌকা দুটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে