শেরপুর : বউ না দেয়ায় জামাইয়ের হাতে শ্বশুর খুন হওয়ার অভিযোগ উঠেছে। নালিতাবাড়ী উপজেলার ছালুয়াতলা গ্রামে বৃদ্ধ শ্বশুরকে শ্বাসরোধে হত্যা করেছে মেয়ে জামাই।
শনিবার সকালে নিজ বাড়ির পাশের পুকুর থেকে নিহত শ্বশুর মোফাজ্জল হোসেনের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় পুলিশ মেয়ে জামাই মারফত আলীকে (৩২) আটক করেছে।
নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম জানান, স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে স্বামী মারফত আলীর বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল।
তিনি জানান, স্বামী ও স্ত্রী দুজনেই ঢাকায় থাকতো। স্ত্রী একটি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতো। ঈদে বেতন-বোনাস পাওয়ার পর মাত্র ৫০০ টাকা স্ত্রীকে দিয়ে বাকি টাকা স্বামী জোর করে নিয়ে নেয়।
এ ঘটনার পর স্ত্রী মর্জিনা ঢাকা থেকে ঈদের আগেই বাবার বাড়িতে চলে আসেন। শুক্রবার রাতে মারফত আলী তার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে যান।
শ্বশুর মোফাজ্জল হোসেন মেয়েকে জামাইয়ের হাতে ছেড়ে দিতে রাজি হননি। এর জের ধরে ওই রাতেই কথা আছে বলে শ্বশুরকে বাড়ির বাইরে নিয়ে আসেন
মেয়ে জামাই মারফত আলী ও তার ফুফাতো ভাই এরশাদ। এরপর সকালে শ্বশুরের লাশ বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে।
এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
১৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম