শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭, ০৮:০৭:২৬

‘বিশ্ব জনমত ঘুরছে, আস্তে আস্তে তারা মুখ খুলছে’

‘বিশ্ব জনমত ঘুরছে, আস্তে আস্তে তারা মুখ খুলছে’

শেরপুর থেকে : এই রোহিঙ্গারা ১৯৭৮ সাল থেকে আমাদের দেশে আসছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ সাহেব কিছু করতে পারেননি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

তিনি বলেন, এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে বিষয়টি তুলে আনায় বিশ্ব জনমত ঘুরছে। তারা আস্তে আস্তে মুখ খুলছে।

শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সৌর বাতি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে এখনো অনেক দেশ মুখ খোলেনি।
আশা করি তারাও আস্তে আস্তে মুখ খুলবে। তবে অনেক রাষ্ট্র বলছে, মিয়ানমার সরকার কাজটি ঠিক করেনি। তাহলে এটা প্রমাণিত হয় মিয়ানমার সরকার বেঠিক কাজ করছে।

কৃষিমন্ত্রী আরো বলেন, অং সান সুচি বলেছেন এখন যারা সত্যিকারের রোহিঙ্গা তাদের আমরা ফেরত নিব। আগে তো তিনি এই ‘হা’ শব্দটাও বলেনি। তিনি দাবি করেন, আন্তর্জাতিক কূটনীতিতে শেখ হাসিনা সফলভাবে এগিয়ে যাচ্ছেন। কূটনীতিতে মাথা খারাপ করা চলেনা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে