শেরপুর থেকে : শারিরিক প্রতিবন্ধী হলেও দমে যায়নি, দুই হাত অচল, পায়ে লিখে পরীক্ষা দিচ্ছে মেধাবী সুমাইয়া। পায়ের আঙ্গুল দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে সে। প্রবল ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাসের জোরেই এমনটা সম্ভব।
প্রতিবন্ধী জীবনকে স্বাভাবিক মেনে নিয়ে লেখা-পড়া করে অনেক বড় হতে চায় সুমাইয়া। আর দশটা ছেলে-মেয়ের মতো শারিরিক ভাবে পুরোপুরি সুস্থ্য না হলেও, সে দেখাতে চায় প্রতিবন্ধীরাও পারে।
শেরপুর আফছর আলী বালিকা বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চক আন্ধারিয়া হাই স্কুলের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের সাথে সংক্ষিপ্ত আলাপ-চারিতায় ইশারা-ইঙ্গিতে জনায় এসব কথা। তার বাবা আন্ধারিয়া দাখিল মাদরাসার সুপার সফির উদ্দিন। সুমাইয়ার চাওয়া ভবিষ্যতে একজন শিক্ষক হবে সে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস