সোমবার, ০৫ মার্চ, ২০১৮, ১১:২১:৪৪

ছোট্ট শিশু ‘আদরজান’র রাজকীয় আগমন, জানেন কে সে ?

ছোট্ট শিশু ‘আদরজান’র রাজকীয় আগমন, জানেন কে সে ?

শেরপুর : তার আগমন উপলক্ষ্যে শেরপুরের সর্বত্র বইছে উৎসবের আমেজ। নকলা উপজেলা সদর থেকে শেরপুর শহরের প্রবেশ পথের নবীনগর মোড় থেকে রঘুনাথ বাজার, মুন্সীবাজার, গোয়ালপট্টি, বটতলা হয়ে ঢাকলহাটিস্থ সাংসদ শ্যামলীর বাবার বাড়ি পর্যন্ত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রায় ২০ থেকে ৩০ তোরণ নির্মাণ করা হয়েছে।

সেইসাথে আদরজানকে অভ্যর্থনা জানাতে প্রায় এক হাজার মোটরসাইকেল এবং শতাধিক প্রাইভেট কার ও মাইক্রোবাস এর বহর ব্যবহার করা হবে বলে সাংসদ শ্যামলীর ঘনিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, মূলত আদরজানের নানা বাড়ি আগমন এবং এখানে ৮ মার্চ আদরজানের জন্য দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া সাংসদ শ্যামলীর প্রয়াত বাবা শ্রমিক নেতা সেলিম রেজার নাম ও খ্যাতি এবং নিজে সাংসদ হওয়ার সুবাদে স্থানীয় প্রায় ১০ হাজার মানুষকে প্রীতিভোজের জন্য দাওয়াত করা হয়েছে।

এতক্ষণ যার কথা বলা বলছিলাম তার বয়স মাত্র ৭ মাস। জাতীয় সংসদের সংরিক্ষত মহিলা সাংসদ ও শেরপুরের কন্যা ফাতেমাতুজ্জোহুরা শ্যামলীর ৭ মাস বয়সী শিশু কন্যার নাম ‘আদরজান’।

গোপালগঞ্জের বধূ খ্যাত যশোর জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমানের স্ত্রী ও শেরপুরের বিশিষ্ট শ্রমিক নেতা প্রয়াত সেলিম রেজার কন্যা ফাতেমাতুজ্জোহুরা শ্যামলীর একমাত্র শিশু কন্যা আনিসা ফাতেমা আদরজান এর জন্ম আমেরিকায়। আগামী মঙ্গলবার (৬ মার্চ) প্রথমবারের মতো নানা বাড়িতে আসছে আদরজান।

এদিকে আদরজানের এই আগমনের খবর নিয়ে জেলার সর্বত্র চলছে আলোচনা। শহরবাসী তার আগমনকে রাজকীয় আগমন বলে আখ্যায়িত করেছে। উল্লেখ্য, আদরজানের নিয়ে সম্প্রতি তার মা সাংসদ শ্যামলী এবং বাবা এসপি আনিসুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে