নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: আবারো শেরপুরে বাঘ, এ খবর ছড়িযে পড়লে গ্রামবাসী, পুলিশ ও বন বিভাগের লোকজন ওই ভুট্টাক্ষেত ঘেরাও করে রেখেছে।
রাত সাড়ে ৮টার দিকে শেরপুরের জেলা প্রশাসক ডা. পারভেজ রহিম বলেন, যেহেতু বাঘ দেখা গেছে এবং ভুট্টা ক্ষেতে আশ্রয় নিয়েছে, তাই বাঘটিকে এলাকাবাসী যাতে পিটিয়ে মেরে না ফেলে সেজন্যে ওই ভুট্টা ক্ষেত ঘেরাও করে রাখতে বলা হয়েছে।
কোনো অবস্থাতেই বাঘটিকে মেরে ফেলা চলবে না বলেও গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি আরও জানান, বাঘটিকে অচেতন করে ধরার জন্যে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে একটি টিম শেরপুরের উদ্দেশে রওনা হযেছে।
জেলা প্রশাসক এও জানান, বাঘটি ধরা পড়লে সেটাকে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে ছেড়ে দেয়া হবে। গ্রামবাসী, বনবিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বাঘ সাধারণত জোড়া বেঁধে চলাচল করে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি জালকাটা গ্রামে শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাঈকে (৩০) আক্রমণের পর পুরুষ বাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তাই তার জোড়া বাঘটি এখনও আছে।
পুরুষ বাঘকে পিটিয়ে মারার পরের দিনই শ্রীবরদীর জালকাটা এলাকায় তিন খালের মোড়ে একটি ব্রিজের নিচে আরেকটি বাঘ দেখা যায় বলে খবর ছড়িয়ে পড়লেও তার পরবর্তীতে নিশ্চিত করা যায়নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় আরেকটি বাঘ দেখা যাওয়ায় পুরো শ্রীবরদী উপজেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত পৌনে ৯ টা বাঘ আশ্রয় নেয়া ভুট্টা ক্ষেত ঘেরাও করে রাখা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস