ইমরান হাসান রাব্বী, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারী রবিবার রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈমের নেতৃত্বে আওয়ামীলীগ পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধা সরকারি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। ভোর হতেই আলহাজ্ব শফিউদ্দিন আহমদ কলেজ, উত্তরণ পাবলিক স্কুল, আন নূর বিদ্যাপিঠ, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, হাজী অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে শিক্ষার্থী শিক্ষকসহ হাজারো মানুষ শ্রদ্ধার্ঘ নিবেদন করে ভাষা শহীদদের।
স্বেচ্ছাসেবী সংগঠন দ্বীপশিখা অর্ধশতাধিক সদস্য নিয়ে ভাষা শহীদদের স্বরণে “বর্ণমালার মিছিল” নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে।
উপজেলার ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক নূর এ আলম সিদ্দীকীর নেতৃত্বে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্বার্ঘ নিবেদন করে।
সকাল ৯ ঘটিকায় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক হারুন উর রশিদের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কোরবান আলী, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম ও সাধারণ সম্পাদক এস.এম আমিরুজ্জামান লেবু প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ভাষা শহীদদের স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস