বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৯:২৯

শেরপুরে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে তিন ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

নাজমুল হাসান, শেরপুর প্রতিনিধি: নকল, বিক্রি নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে শেরপুরের তিনানী বাজারের তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার বিকেলে শহরের তিনানী বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : মেহেদী হাসান ও দেবাংশু কুমার সিংহ ।

এ সময় নাদিম এন্ড নাছিম মেডিকেল হলে বিক্রি নিষিদ্ধ ও ভেজাল ভিটামিন ওষুধ, নকল ওরস্যালাইন পাওয়ায় ২০ হাজার টাকা, তারামনি মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ন ওষুধ ও ভেজাল ওষুধ পাওয়ায় ছয় হাজার টাকা ও ইউসুফ ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
শেরপুর-জামালপুর অঞ্চলের ড্রাগ সুপারিটেনডেন্ট সাখাওয়াত হোসেন রাজু জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে (ওষুধ আইন ১৯৪০ এর ১৮/ এ এর ২৭ ধারায় )’ মামলা দিয়ে ওই তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে