শেরপুর প্রতিনিধি : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পানি সম্পদমন্ত্রী এবং জাপার প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে ‘সবচেয়ে বড় খলনায়ক’ আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, এখন বলা হচ্ছে, ১/১১-এর সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিচার করা হবে। সেই সময় শেখ হাসিনা ও খালেদা জিয়া দলের শীর্ষ পদ হারাননি। কিন্তু আমি হারিয়েছিলাম। আমাকে দলের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ হয়েছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবচেয়ে বড় খলনায়ক ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, দেশে অবৈধভাবে ফখরুল-মইনকে ক্ষমতায় আনার পেছনে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ যে ক’জনের নাম এসেছে তাদের সঙ্গে আরেকজনের নাম সংযোজন করতে হবে। তিনি হলেন আমার দলের প্রেসিডিয়ামের সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এরশাদের ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করা নিয়ে জাতীয় পার্টিতে যে বিভাজন তৈরি হয়েছে তাতে রওশন এরশাদের পক্ষে অবস্থান নিয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।
এরশাদ বলেন, আপনারা পথ হারাননি, আমি নিজেই পথ হারিয়ে ফেলেছিলাম। জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এরপরও জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়নি।
রোববার বিকেলে শেরপুর শিল্পকলা একাডেমী মিলায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন এরশাদ।
জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীর কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
পরে ইলিয়াস উদ্দিনকে সভাপতি ও অধ্যাপক শফিকুল ইসলাম ঠাণ্ডাকে সম্পাদক করে শেরপুর জেলা জাতীয় পার্টির নতুন কমিটির নাম ঘোষণা করেন এরশাদ।
২৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম