নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলার ২৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ ৩ মার্চ বৃহস্পতিবার দুুপুরে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান মামলার ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. গোলাম মোস্তফা, ডিএনএ বিশেষজ্ঞ মো. আশরাফুল আলম, দুই তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক রহুল আমিন, বশির আহম্মেদ বাদল ও এ এস আই আনোয়ারের সাক্ষ্য ও জবানবন্দী গ্রহণ করেন এবং আগামী ৮ মার্চ আসামী পরীক্ষার জন্য দিন ধার্য করেন। এসময় হাজতী আসামী আসলাম বাবু, রবিন মিয়া, আব্দুল লতিফ ও ইমরান হোসেন উপস্থিত ছিল।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, আসামী পরীক্ষা শেষ হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে যুক্তিতর্ক শেষে এ মাসেই মামলার রায় ঘোষনা করা হবে।
প্রসঙ্গত গত বছরের ২ আগষ্ট বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র শহরের গৃদানারায়নপুর মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকন মিয়ার একমাত্র ছেলে রাহাতকে তার আপন খালু আব্দুল লতিফ ও তার সহযোগীরা অপহরন করে দুই লাখ টাকা মুক্তিপর দাবী করে। কিন্তু মুক্তিপন দাবীর আগেই শিশুটিকে মধুটিলা ইকোপার্কের টিলায় নিয়ে গলাটিপে হত্যা করে গহীণ জঙ্গলে ফেলে দেওয়া হয়। ৬দিন পর ৮ আগষ্ট শিশুটির কঙ্কাল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতার হওয়া আসামী লতিফ, আসলাম বাবুসহ অপর আসামীরা হত্যার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস