সোমবার, ০৭ মার্চ, ২০১৬, ০৭:৪৯:৩২

শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংক্রান্ত সেমিনার

 শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সংক্রান্ত সেমিনার

নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতা সংক্রান্ত এক সেমিনার ৭ মার্চ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ‘অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট’ লক্ষ্যমাত্রা অর্জন কর্মসূচীর আওতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।
ভোক্তা অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কালেক্টরেটের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট তাসলিমা নূর। অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন পালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমেদ, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ক্যাব জেলা সেক্রেটারি হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী সহ অর্ধশতাধিক সুদীবৃন্দ অংশগ্রহণ করেন।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে