শরীয়তপুর থেকে : শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন ইতালি প্রবাসী এক যুবক। আর সেই ঘোষণায় উৎসাহিত হয়ে টানা ৪৫ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে শরীয়তপুরের ডামুড্যার চার কিশোর। টানা ৪৫ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে, এমন চারজনের হাতে বুধবার সেই পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাজসেবক ও ইতালি প্রবাসী মো. ফারুক বেপারি নামে এক যুবকের উদ্যোগে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর জামে মসজিদে বুধবার এ সাইকেল দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন আগে মো. ফারুক বেপারি মসজিদে ঘোষণা দিয়েছিলেন, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪৫ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তা হলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।
স্থানীয়রা জানান, শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। তরুণ সমাজসেবক প্রবাসী মো. ফারুক বেপারির এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। বিজয়ীদের মাঝে সাইকেল পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুফতি মো. খবির উদ্দিন।