শনিবার, ০৩ জুলাই, ২০২১, ০৭:৩১:২৫

‘ঘরে চাল নাই বাজারে মানুষ নাই, পরিবার নিয়ে কেমনে বাঁচমু’

‘ঘরে চাল নাই বাজারে মানুষ নাই, পরিবার নিয়ে কেমনে বাঁচমু’

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রভাবে কর্মহী'ন হয়ে পড়েছে মুচি স'ম্প্র'দায়। মানবেতর জীবনযাপন করছেন উপজেলার শতাধিক মুচি পরিবার।

সরেজ'মিনে পৌর সভার ডাকবাংলো গেইটে গিয়ে দেখা যায়, মুখে মাস্ক লাগিয়ে দোকান খোলে অস'হায় হয়ে বসে আছেন মহেশ রবি দাস। কিন্তু কোনো কাস্টমার নেই। এভাবেই চলছে তিন দিন হলো। আ'ক্ষে'প করে মহেশ বলে, 'জীবিকার তাগিদে বাজারে আইছি, ঘরে চাল নাই এদিকে লকডাউনের কারণে বাজারে মানুষ নাই। তিন ছেলে মেয়ে ও পরিবার নিয়ে কেমনে বাঁচমু, বুঝতাছিনা। বিডি প্রতিদিন

মহেশের মতো আরো অনেকেই উপজেলার নলুয়া, তক্তার চালা, দেউদিঘী, বেড়বাড়ি, হতেয়া, বোয়ালী, কচুয়া, কালিয়া, বড়চওনা, কুতুবপুর, আড়াইপাড়া, বহেড়াতৈল, কালমেঘা বাজারসহ বেশ কিছু এলাকার বিভিন্ন জায়গায় বসে ব্যাগ সেলাই ও জুতা কালির কাজ করে। আবার কেউ কেউ পাড়া-মহল্লায় গিয়ে জুতা মেরামতের কাজ করে। সম্প্রতি কাজ না থাকায় বেশিরভাগ মুচি মানবেতর জীবনযাপন করছে। 
রুবেল রবি দাস বলেন, 'পৌরসভায় ১৬-২০ জন মুচি আছে। স্কুল, কলেজ বন্ধ থাকায় এমনেই খুব একটা কাম কাজ নাই, তার মধ্যে লকডাউন শুরু হওয়ায় আরো করুন অবস্থা আমাদের।'

একাধিক মুচি জানান, লকডাউন না থাকলে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার মতো আয় হতো। তাই দিয়ে তাদের সংসার চলতো। লকডাউনের কারণে ইনকাম বন্ধ হওয়ায় মান'বেতর জীবনযাপন করছে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে