শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৯:৩৪

‘মুসলিম’ শব্দটা যোগ করাতে এতো এলার্জী কেনো?

‘মুসলিম’ শব্দটা যোগ করাতে এতো এলার্জী কেনো?

মঞ্জুরুল আলম পান্না: মুসলমান ঘরের সন্তান হাওয়ায় আমার মুখ থেকে কথাগুলো শুনতে হয়তো অনেকের কাছে সাম্প্রদায়িক মনে হতে পারে।

রোহিঙ্গাদের সঙ্গে মুসলিম শব্দটা জড়ানোতে যে অনেকে অনেক বেশী আপত্তি করছেন, আপত্তিটা আমার সেখানেই।

একাত্তরে হিন্দুদের ওপর যে বর্বর পাকিস্তান বেশী অত্যাচার করেছে, একথাতো সত্য। আর সে কারণে বিভিন্ন লেখা-সাহিত্যে-চলচ্চিত্রে-প্রবন্ধে-আলোচনায় তা বিশেষভাবে উল্লেখও করা হয়। তবে রোহিঙ্গাদের ক্ষেত্রে ‘মুসলিম’ শব্দটা যোগ করাতে এতো এলার্জী কেনো অনেকের?

যখন আইএস কিংবা আল কায়দা সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে তখন বলা হয় ‘ইসলামী জঙ্গী’। তখন আমাদের মতো অনেক প্রগতিশীলই চুপ করে থাকেন।

তবে যখন মায়ানমারে বর্বরতা চলে, যুক্তরাজ্যে মুহুর্মুহু সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপর হামলা চলে, ভারতে গো-মাংস নিয়ে হিন্দুরা আক্রমণ চালায়, ফিলিস্তিনী শিশুদেরকে নির্বিচারে হত্যা করে ইসরায়েল রাষ্ট্র তাদের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে কিন্তু কোন বিশেষ বিশেষণ যুক্ত করতে আমরা ভয় পাই পাছে আমাদের প্রগতিশীলতা নষ্ট হয়।

জঙ্গিবাদের সঙ্গে “ইসলামী” শব্দটা যোগ করতে পারলে অন্য জায়গায় আবার এতো সমস্যা কেনো? আসলে আমরা কেউ সমস্যার মূলে ঢুকছি না। আমরা সবাই কেউ না কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, ইহুদী অথবা খ্রীস্টান।

অথবা কেউ কেউ আমরা অতি প্রগতিশীল কিংবা প্রতিক্রিয়াশীল, কেউ হয়তো রাজনৈতিক ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, কেউ আবার সুবিধাবাদী।
কেউ যে মানুষ হতে পারছি না!! ফেইসবুক থেকে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে