বুধবার, ২১ অক্টোবর, ২০১৫, ১০:১১:৪৬

চার প্রতিমা ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গণপিটুনি

চার প্রতিমা ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে গণপিটুনি

বরিশাল: উজিরপুর উপজেলার পূর্ব হারতা গ্রামে দুর্গামন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর ও নারীসহ পাঁচজনকে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। পূর্ব হারতা সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম বিশ্বাস বলেন,‘পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি গ্রামের কতিপয় ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে মন্দিরে হামলা চালায়। এ সময় গণেশ ও অসুরের হাত, কার্তিকের বাহন ময়ূরের পাখা ভেঙে ফেলে। সাজসজ্জার সব উপকরণ ফেলে দেয়। বাধা দিতে গেলে হামলায় নারীসহ ৫ জন আহত হন। এ সময় গ্রামবাসীরা একজোট হয়ে ৩টি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন,‘সোমবার পূজার চাঁদা তোলার সময় সৈয়দকাঠি গ্রামের মেহেদির মোটরসাইকেল থামালে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এর রেশ ধরে রাতে মেহেদি দলবল নিয়ে হামলা চালায়। এ সময় স্থানীয়রা ৩টি মোটরসাইকেলসহ ৭ জনকে আটক করে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত আটকদের মধ্যে মেহেদি ছাড়া আর কারো নাম জানা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ ২১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে