শেরবাংলা মেডিকেল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
বরিশাল : ক্ষমতাসীন ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে জরুরি বৈঠকের পর কর্তৃপক্ষ এ ঘোষণা দেন। সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৯ অক্টোবর আল ইমরানকে সভাপতি এবং মো. তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়।
পদবঞ্চিত সভাপতি প্রার্থী অনুপ সরকারের অনুসারীরা কমিটি ঘোষণার প্রতিবাদ জানিয়ে আসছিলেন। বুধবার দুপুরে পদপ্রাপ্ত এবং বঞ্চিতরা ক্যাম্পাসে মিছিল বের করে।
মিছিল দুটি কাছাকাছি হলে অশ্লীল ভাষায় স্লোগান দিতে থাকে তারা। এ নিয়ে উভয়পক্ষের নেতাকর্মীরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে একপক্ষ অন্যপক্ষকে ধাওয়া দিলে সংঘর্ষ বেধে যায়।
এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কলেজের উপাধ্যক্ষ ডা. মাকসেমুল হকের নেতৃত্বে জরুরি বৈঠক হয়।
বৈঠক শেষে তিনি বলেন, উত্তপ্ত পরিস্থিতি শান্ত রাখতে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখায়াত হোসেন জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৮ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
�