বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:৩০:৪৯

এই মুহূর্তে আলেম-ওলামারা ঐক্যবদ্ধ না হলে উম্মাহ ধ্বংস হয়ে যাবে: চরমোনাই পীর

এই মুহূর্তে আলেম-ওলামারা ঐক্যবদ্ধ না হলে উম্মাহ ধ্বংস হয়ে যাবে: চরমোনাই পীর

এমটিনিউজ২৪ ডেস্ক : সকল ইসলামী দলের সমন্বয়ে 'মজবুত ইসলামী প্ল্যাটফর্ম' গড়ে তোলার আহ্বান জানিয়ে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের রাজনীতিতে অস্থিরতা চলছে। শিক্ষা-সংস্কৃতি ও জাতিসত্তা নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই মুহূর্তে আলেম-ওলামারা ঐক্যবদ্ধ না হলে উম্মাহ ধ্বংস যাবে।

চরমোনাই দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুপুরে ওলামা-সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫২ বছরে যারা রাজনীতি করেছেন তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেননি। আগামী জাতীয় নির্বাচন সর্বদলীয় সরকারের অধীনে হতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন নির্বাচনে অংশ নেবে না।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, '৭১ সালে জালিম ও মজলুমের লড়াইয়ে জামায়াত জালিমের পক্ষ নিয়েছিল। এজন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।'

সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ। শুক্রবার মাহফিলের তৃতীয় দিনে ইসলামী ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে