শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৪০:০০

উপকূলবাসীকে সূর্যবাতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ

উপকূলবাসীকে সূর্যবাতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্ক: উপকূলীয় বরিশাল জেলার, হিজলা থানা এবং মেহেন্দিগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়নে সূর্যবাতি ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন ‘ইন্টারস্পীড এ্যাকটিভিশন লিমিটেড’।

বিশ্ব ব্যাংকের অর্থায়ন ও আইএফসি এর সহযোগীতায় সপ্তাহ ব্যাপী চলবে সংস্থাটির কার্যক্রম।

“সূর্যবাতি, আলো বদলান, ভবিষ্যত বদলাবে” প্রতিপাদ্য বিষয়ের উপর টিম-২ হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট, স্কুল ও উঠান বৈঠক ক্যাম্পেইন করছে। এমনকি পৃথক ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রামাণ্য চিত্র পদর্শন ও ধারনা পত্র উপস্থাপনার মাধ্যমে ব্যবহারের উপকারিতা ও সুবিধা তুলে ধরেন তারা।

বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনো বিদ্যুত পৌঁছাইনি সেসব এলাকার মানুষের জীবন মান উন্নয়নে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী সূর্যবাতি ব্যবহারে উদ্বুদ্ধ করতে ইন্টারস্পীড এ্যাকটিবিশন লিমিটেড কাজ করে যাচ্ছে। কূপী বা ল্যাম্প ব্যবহারে সৃষ্ঠ ধোঁয়ায় একদিকে শিশুরা শ্বাস কষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

এইদিক থেকে সূর্য বাতি ব্যবহারে সুবিধা অনেক বেশি। উল্লেখ করে বলেন, সাশ্রয়ী মূল্য হওয়ায় সমাজের যেকোন শ্রেণীর মানুষ ব্যবহার করতে পারে। তাছাড়া আকারে ছোট হওয়ায় যেকোন স্থানে ব্যবহার এবং মেঘলা আকাশেও শক্তি সঞ্চয় করতে সক্ষম হয় এ জন্য পরিবেশ বান্ধব সূর্য বাতি ব্যবহারে সাধারন মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিল্ড কোওরডিনেটর মো: জহিরুল ইসলাম (রবিন), টিম লিডার, বাদশা আলমগীর, এম সি, রুহুল আমিন ও স্বপ্নীল, এবং সহযোগীতায়, মোতাহার হোসেন (রাজ), নাইমুর রহমান, কামরুল হাসান (অয়ন), জাহিদ খন্দকার ও সোনিয়া।
উল্লেখ্য, এই সূর্যবাতি সর্বনিম্ন ৭৫০ টাকায় পাওয়া যাবে সংস্থাটির কাছ থেকে।
১৩ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে