মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ০৮:০৫:৩৮

দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না বিএনপি নেতাকে

দ্রুত হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না বিএনপি নেতাকে

এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে যাওয়ার পথে মিরাজ ফকির নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করে ১০-১২ জন বিএনপির কর্মী-সমর্থক অসুস্থ হয়ে পরেছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান জানিয়েছেন, আগৈলঝাড়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ছোট ছোট যানবাহনে গৌরনদীতে অনুষ্ঠিতব্য গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের কর্মসূচিতে আসেন। পথিমধ্যে বাকাল ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পরেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত বলে ঘোষণা করেন। নিহত মিরাজ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মুনীম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিরাজ নামের ওই রোগীর মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

তিনি আরও জানান, আরও ১০-১২ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয় মিছিলের পূর্বে সকাল সাড়ে দশটায় গৌরনদী কলেজ মসজিদ মাঠে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি’র একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড হয়ে আশোকাঠী, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

অপরদিকে একইদিন সকাল সাড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষ থেকে আগৈলঝাড়ায় র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি তিন ধারায় বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে। মাঝে মধ্যে কুদ্দুসুর রহমান ও সোহবানপন্থীরা একসাথে কর্মসূচি পালন করলেও জহির উদ্দিন স্বপনের অনুসারীরা পৃথক কর্মসূচি পালন করে আসছেন।

সূত্রে আরও জানা গেছে, ওই তিন নেতাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে