এবার ব্লগারসহ ৬ জনকে হত্যার হুমকি
রিশাল : রাজধানীর পূর্ব গোড়ানে ভরদুপুরে বাসায় ঢুকে ব্লগার নিলয় নীলকে হত্যার ৪ দিনের মাথায় এবার বরিশালে তিন কবি, গণজাগরণ মঞ্চের দুই সংগঠক ও এক ব্লগারকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছে। আনসার উল্লাহ বিডি নামক ই-মেইলের মাধ্যমে ৬ সংগঠকের ফেসবুক আইডিতে হুমকির বার্তা পাঠানো হয় সোমবার রাত সাড়ে ১০টায়। এতে ৬ জনের নাম উল্লেখ করা হয়, এরা ইসলামের শত্রু। শিগগিরিই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে আনসারুল্লাহ বাংলা।
হুমকিপ্রাপ্তরা হলেন- কবি হেনরী স্বপন, তুহিন দাস, সৈয়দ মেহেদি হাসান, গণজাগরণ মঞ্চের সংগঠক নজরুল বিশ্বাস, প্রীতম চৌধুরী এবং ব্লগার কারু তুহিন। এ ঘটনায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কোতোয়ালি মডেল থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি (জিডি) করেছেন তিন কবি।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যে ৬ সংগঠককে হুমকি দেয়া হয়েছে তারা হচ্ছেন- কবি হেনরী স্বপন, চ্যানেল নাইনের বরিশাল প্রতিনিধি নজরুল বিশ্বাস, কবি তুহিন দাস, কবি সৈয়দ মেহেদি হাসান, ব্লগার ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রীতম চৌধুরী এবং বগ্লার চারু তুহিন।
কবি হেনরী স্বপন সাংবাদিকদের জানান, রোববার সাড়ে ১০টার পর উল্লিখিত ৬ জনের ফেসবুক আইডিতে একযোগে বার্তা প্রেরণ করা হয় আনছার বিডি নামক একটি আইডি থেকে।
এতে লেখা হয়েছে, আনসারউল্লাহ বাংলা বরিশাল বিভাগে কার্যক্রম শুরু করেছে। তারা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন, নামধারী ৬ জন ইসলাম বিরোধী প্রচার চালাচ্ছে। তারা ইসলামের শত্রু। খুব শিগগিরিই ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। হেনরী স্বপন জানান, তারা ইসলামের বিরুদ্ধে কিছু লেখেন না, মানবতার পক্ষে লেখালেখি করেন। সোমবার রাতে আনসারউল্লাহ বাংলার প্রেরিত বার্তা পাওয়ার পর থেকে তারা ৬ জন জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদের সভাপতি শান্তি দাস বলেন, যদি কেউ ধর্মের বিরুদ্ধে লেখালেখি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার যথাযথ নিরাপত্তা দিতে না পারায় একের পর ব্লগার হত্যার শিকার হচ্ছেন। বরিশালের ৬ সংগঠককে হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আনছার উদ্দিন সাংবাদিকদের জানান, হুমকি পাওয়া ৬ জনের বক্তব্য গ্রহণ করে তাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে মেট্রোপলিটন পুলিশ।
১২ আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে