ভোলা : চিরকুট লিখে আত্মহত্যা করেছেন ভোলার মনপুরার সুরমা (২০) নামে এক গৃহবধূ। পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
সোমবার বিকেলে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সৎবাবা ছাদেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার সকাল ৮ টায় ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এসময় পুলিশ গৃহবধূর লেখা চিরকুট উদ্ধার করে। এ ঘটনায় মনপুরা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
জানা গেছে, দুই বছর আগে একই ইউনিয়নের মো. নজরুলের সঙ্গে সুরমার বিয়ে হয়। তাদের ঘরে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
পরে দুজনই মনপুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একে অপরকে বিবাদী করে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জল হোসেন জানান, থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।
চিরকুটে গৃহবধূ লেখেন, ‘মাগো আমার জীবন গেল কষ্টে, আমার কষ্টের কথা বলার এমন কোন মানুষ নেই। মার কাছে দুঃখের কথা বলতে পারিনা। স্বামীর কাছে বলতে পারিনা। আমাদের যত আত্মীয় স্বজন আছে তারা আমারে মাফ করে দিবেন। আমি সবাইকে কষ্ট দিচ্ছি। আমার একটা ভাই-বোন নেই। স্বামীও কষ্ট দেয়। এ কারণে দুঃখের ঠাঁই মার কাছে পাই না। কাউর কাছে না পাই। এ কারণে আমি দুনিয়াতে কেন থাকতাম!
২৭ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম