রবিবার, ০৯ ডিসেম্বর, ২০১৮, ০২:২৮:৩৪

ভোলায় বিএনপিতে স্বস্তি

ভোলায় বিএনপিতে স্বস্তি

ভোলা : অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে দলের চূড়ান্ত মনোনায়নপত্র তুলে দেন।

এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে ২০ দলীয় জোটের মনোনয়ন না দেয়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে।

ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আসিফ আলতাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সফল হয়েছে। নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে। আগামী ৩০ ডিসেম্বর গোলাম নবী আলমগীর ধানের শীষ প্রতীকে ভোটে লড়বেন। তার বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।

এর আগে ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থকে ২০ দলীয় জোট থেকে মনোনয়ন না দেয়ার দাবিতে শুক্রবার ও শনিবার বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপির নেতাকর্মীরা। ফলে তাকে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) আসন থেকে জোটের মনোনয়ন দেয়া হয়। এরপর জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়।

এই আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ধানের শীষে প্রতীক নিয়ে লড়বেন গোলাম নবী আলমগীর।
সূত্র: জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে