ভোলা: বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলাসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। এখানো কোনো সমস্যা নেই।
তিনি আরো বলেন, আমরা ২৪০টির বেশি আসন পেয়ে আমরা বিজয়ী হবো।
আজ রবিবার সকাল ৮টায় ভোলা শহরের বাংলাস্কুল কেন্দ্রে ভোলার-১ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ প্রথমে তার ভোট অধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এবার ১৯৭০ সালের মতো নৌকার পক্ষে গণজোয়ার। আবার বাংলার মানুষ নৌকার পক্ষে ভোট দিয়ে তৃতীয় মেয়াদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে।
এ ছাড়াও ভোলার আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ঠ প্রকাশ করেন বানিজ্যমন্ত্রী।
উল্লেখ্য, ভোলার ৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসন আন্দোলন ও কমিউনিষ্ট পার্টির ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৭৬টি। আর মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৮২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২১ জন, নারী ভোটার সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৫৩৩ জন। তবে জেলা রির্টানিং অফিস থেকে কোনো কেন্দ্রকে ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়নি। কেন্দ্রগুলোর মধ্যে ৩৯১টি কেন্দ্রকে বিশেষ ভাবে নিরাপত্তার বলয়ে আওতায় নেওয়া হয়েছে। এদের মধ্যে ২৮টি কেন্দ্র দূর্ঘম চরাঞ্চলের মধ্যে রয়েছে।