নিউজ ডেস্ক : ই'য়াবা ব্যবসার প্রস্তাবে রাজি না হওয়ায় দুই সন্তানের সামনে বাবাকে ন'গ্ন করে অমানবিক নি'র্যাতন করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভা'ইরাল হয়েছে। গতকাল রোববার নি'র্যাতনকারী হাসানকে প্রেপ্তার করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই নি'র্যাতনের ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারের। সেখানে অসংখ্য মানুষের সামনে ওই বাবাকে নি'র্যাতন করা হয়। দুই মেয়ের কান্নায় বাতাস ভারি হলেও নি'র্যাতন থামেনি। বরং বাবাকে নি'র্যাতন করতে দেখে কান্না করায় মেয়েদেরও মারের ভয় দেখায়। উপস্থিত লোকজন কেউই এর প্রতিবাদ করেনি।
ভিডিওতে দেখা যায়, এমন অমা'নুষিক নি'র্যাতনের পরও কেউ কোনো টু শব্দ করেনি। যাকে নি'র্যাতন করা হয়েছে তার নাম মো. জসিম। লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তার বাবা মৃ'ত আব্দুল মোন্নাফের। জসিম মোটরশ্রমিক।
আর ওই পা'ষণ্ড নি'র্যাতনকারীর নাম হাসান। হাসান একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে। তিনি চিহ্নিত ই'য়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, হাসান দীর্ঘদিন ধরে জসিমকে ই'য়াবা বিক্রির জন্য নানাভাবে প্রলোভন ও প্রস্তাব দিয়ে আসছিল। ওই প্রস্তাবে রাজি না হলে ডাওরী বাজারে জসিমকে প্রকাশ্যে ন'গ্ন করে তার দুই সন্তানের সামনে স'ন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্ম'ম নি'র্যাতন করে।
রোববার হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই ঘটনার জন্য নয়। হাসানের বিরুদ্ধে দায়ের করা অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবির বলেন, হাসানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, মানবপাচার ও চুরির মামলা রয়েছে। তাকে এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
সন্তানদের সামনে বাবাকে নি'র্যাতনের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনা ২০১৮ সালের। এ বিষয়ে কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একজনকে ন'গ্ন করে দড়ি দিয়ে বেঁধে নি'র্যাতন করা হচ্ছে। এসময় তার সন্তানরা কান্নাকাটি করে। বাবা মরে গেছে ভেবে সন্তানরা আর নি'র্যাতন না করার আকুতি জানায়। এসময় হাসান আরো রেগে যায়। সে বলে, কাঁদলে তার বাবাকে আরো মা'রবো। এসময় সন্তানরা কিছু সময়ের জন্য চুপ থাকে। পরে তারা কান্না শুরু করলে হাসান আবার মা'রধ'র শুরু করে।