ভোলা থেকে : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দ্বীপ জেলা ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় ঝড়ো বাতাসে ১৭টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আ'হ'ত হয়েছেন অন্তত ২৬ জন।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহনের পশ্চিম চর উমেদ ও চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নের এ ঘটনা ঘটে। আহ'তদের মধ্যে গুরুতর ৮ জনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম জানান, রাত সাড়ে ৯ টার দিকে বি'ক'ট আও'য়া'জ তুলে একটি ঝড় এসে আ'ঘা'ত হানে এবং মুহূর্তের মধ্যে ওই এলাকার রশিদ মালসহ একই বাড়ির আরও দুইটি ঘর বিধ্ব'স্ত হয়। এ সময় বাড়ির বেশ কিছু গাছ উপড়ে পরে।
তিনি আরও জানান, একই সময়ে পাশের এলাকা চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল মোতালেব ও তার ছেলে মামুন ও বিল্লালের ঘর বিধ্ব'স্ত হয়েছে। এ সময় ওই এলাকার আরও কয়েকটি বসত ঘর বিধ্ব'স্ত হয়।