ভোলা থেকে : মো. বাদশা মিয়ার বয়স ৬৫ বছর। শেষ জীবনে টাকা-পয়সা অর্থসম্পদ কিছুই চান না তিনি। শুধু মৃ'ত্যুর আগে একমাত্র মেয়ে বিবি মরিয়মের (৩০) হ'ত্যাকারীর ফাঁ'সি দেখতে চান বাদশা মিয়া।
মেয়ের হ'ত্যাকারীর শা'স্তি হলে ম'রেও শান্তি পাবেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাদশা মিয়া। মেয়ে হ'ত্যার বিচার চেয়ে গত এক মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন সকাল-বিকেল মেয়ের কবরের পাশে বসে কাঁদছেন এই বাবা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘটনা এটি।
বৃদ্ধ বাদশা মিয়া বলেন, ১৬ বছর আগে একমাত্র মেয়ে বিবি মরিয়মের সঙ্গে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাছ ব্যবসায়ী জাহাঙ্গীরের বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে তিনটি সন্তান জন্ম নেয়। বিয়ের পর থেকে যৌ'তুকের জন্য মরিয়মের ওপর নি'র্যা'তন শুরু করে জাহাঙ্গীর। এ নিয়ে কয়েকবার সালিশ বৈঠক করেও কোনো সমাধান হয়নি। গত ২৮ নভেম্বর মরিয়মকে বে'ধ'ড়'ক মা'রধ'র করে হ'ত্যা করে জাহাঙ্গীর। এরপর প্রতিবেশী ইউসুফের ঘরের পাশে মরিয়মের ম'রদে'হ ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার পরের দিন আমার বড় ছেলে মো. বেল্লাল হোসেন বা'দী হয়ে ভোলা আদালতে হ'ত্যা মামলা করে। মামলায় জাহাঙ্গীরকে আ'সা'মি করা হয়। কিন্তু জাহাঙ্গীর এখনও প'লা'ত'ক। পুলিশ তাকে ধরতে ব্য'র্থ। আমি আমার মেয়ে হ'ত্যার বিচার চাই। পুলিশ শুধু বলছে তারা তদন্ত করছে। জাহাঙ্গীরকে খুঁ'জে বের করে গ্রে'ফতার করছে না পুলিশ।
বাদশা মিয়া বলেন, টাকা-পয়সা ধন-সম্পদ কিছুই চাই না আমি। জাহাঙ্গীরের ফাঁ'সি না দেখে যেন আমার মৃ'ত্যু না হয় আল্লাহ। এটাই আমার প্রার্থনা। প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার প্রাণের দাবি, আমি আমার মেয়ে হ'ত্যার বিচার চাই।