ভোলা : ভোলার লালমোহনে ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনার জন্য জনপ্রতিনিধিদের শপথ পড়ালেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে লালমোহন পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের এবং প্রত্যেক ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ বিতরণের ক্ষেত্রে যে দায়িত্ব দিবেন তা যেন সততা ও নিষ্ঠার সাথে আমরা পালন করি। করোনাভাইরাস মো'কাবেলায় গৃহব'ন্ধি থাকা প্রত্যেককে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ পৌছে দিতে যে তালিকা করা হবে, দলমত নির্বিশেষে প্রত্যেকটি অসহায় পরিবারের হাতে পৌঁছে তা নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে।