ভোলা থেকে : ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৮ নম্বর ওয়ার্ডের দেবর কামরুল ইসলাম বিয়ের প্রলো'ভনে ধ'র্ষ'ণ করার অভিযো'গে সংবাদ সম্মেলন করেছেন বিধবা ভাবি মোসা. বিউটি বেগম। আজ শনিবার দুপুরে চরফ্যাশন প্রেস ক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিউটি বেগম।
লিখিত অভিযোগে জানানো হয় 'আমার স্বামী শাহে আলম মাস্টার সাড়ে ৩ বছর পূর্বে মা'রা যান। স্বামী ও দেবর কামরুল ইসলাম একত্রে ব্যবসা করতেন। ওই ব্যবসায় স্বামী শাহে আলম ৭ লাখ টাকা মূলধন ছিল। মা'রা যাওয়ার পর কামরুল ইসলাম আমার সাথে অ'বৈ'ধ সস্পর্ক করার জন্যে প্রস্তাব দেন। আমি রাজি না হলে আমার স্বামীর ব্যবসার টাকা অস্বী'কার করবে বলে হু'মকি দেয়। এবং দেবর কামরুল বলেন আমার সাথে সম্পর্ক করলে আমি তোমাকে বিয়ে করব। তুমি ভালো থাকবে। সংসারও চলবে, টাকাও পাবে।
বিউটি বেগম বলেন, সে আমাকে জো'রপূর্বক যৌ'ন মেলামেশা করতে বা'ধ্য করে। আমি নিরু'পায় হয়ে দেবর কামরুলের সাথে অ'বৈ'ধ সম্পর্কে লিপ্ত হয়ে স্বামী-স্ত্রীর মতো প্রায় ২ বছরের বেশি মেলামেশা করছি। বর্তমানে কামরুলের স্ত্রী আমাদের সম্পর্কের কথা জেনে ফেললে আমার স্বামীর ৭ লাখ টাকা ও সম্পর্ক অস্বী'কার করেন। আমি এখন নিরু'পায় হয়ে প্রশাসনের সহযোগিতা পেতে আমি সংবাদ সম্মেলন করে মিডিয়ার মাধ্যমে সুবিচার দাবি করছি'।
এদিকে, এই ব্যাপারে দেবর কামরুল ইসলামের সাথে আলাপ করলে তিনি বলেন, এগুলো মিথ্যে-বানো'য়াট। উল্লেখ্য, উক্ত কামরুল ইসলাম ওমরাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।