মো. আব্দুল্লাহ নামে ৫ বছরের এক শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও আল-নোমান। শিশুটির বাড়ি ভোলার লালমোহনে, থাকেন খালার সাথে। কিছুদিন আগে চৌকি থেকে পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায় শিশুটির।
এতিম শিশু আব্দুল্লাহকে স্থানীয় কবিরাজের কাছ নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান তার খালা। এতে কোনো উন্নতি না হয়ে আরও অবনতি হয়।
পরে স্থানীয় সাইদুর রহমান ও মো. সাগর নামের দুই যুবক শিশু আব্দুল্লাহকে নিয়ে মঙ্গলবার দুপুরে ইউএনওর কাছে যান। তখন তিনি ওই শিশুর অসহায়ত্বের অবস্থা বিবেচনা করে শিশুটির চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন। শিগগিরই তাকে উন্নত চিকিৎসা দেয়ার আশ্বাস দেন ইউএনও আল-নোমান। এ সময় শিশু আবদুল্লাহকে নতুন জামা-কাপড়ও কিনে দেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-নোমান বলেন, দুপুরের দিকে কয়েকজনে মিলে একটি শিশুকে নিয়ে আমার অফিসে আসেন। তাদের সাথে কথা বলে জানতে পারি, শিশুটির চার মাস বয়সে তার বাবা মারা যান। এরপর মায়েরও অন্যত্র বিয়ে হয়ে যায়। এখন সে তার খালার সাথে থাকছে। ওই শিশুর খালার অবস্থাও ভালো না। তাই আমার কাছে এসেছেন চিকিৎসায় সহায়তার জন্য। শিশুটির এমন করুণ অবস্থা দেখে তার হাতের চিকিৎসা করাতে যত টাকা খরচ হবে তার দায়িত্ব গ্রহণ করি।