শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ০৮:১৫:৪২

আজ হঠাৎ পানির নিচে তলিয়ে গেল ৩০ গ্রাম

আজ হঠাৎ পানির নিচে তলিয়ে গেল ৩০ গ্রাম

আজ হঠাৎ পানির নিচে তলিয়ে গেল ৩০ গ্রাম। জোয়ারের কারণে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিক মাত্রার চেয়ে ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর অল্প সময়ের মধ্যে জেলার অপেক্ষাকৃত নিম্নাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম দূর্ভোগে গ্রামগুলির প্রায় ত্রিশ হাজার মানুষ। পানির নিচে ডুবে গেছে ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তাঘাট। স্রোতে ভেসে গেছে পুকুর-ঘেরের মাছ।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, মনপুরা উপজেলার চর নিজাম, কলাতরীর চর, চর যতীন, চর জ্ঞান, লালমোহন উপজেলার চর কচুয়াখালী থেকে গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

এই ব্যাপারে চর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসেম মহাজন বলেন, ‘আজ (শুক্রবার) অস্বাভাবিক জোয়ারের পানিতে চর পাতিলা, কুকরি-মুকরিসহ আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছে প্রায় ৭ হাজার মানুষ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে