সোমবার, ১২ জুলাই, ২০২১, ১২:০৪:৪২

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের ওপর হামলা

চট্টগ্রামের বাকলিয়ায় অবৈধ কাঠ জ'ব্দ করতে গিয়ে স্থানীয়দের হাম'লায় র‌্যাবের ৪ সদস্য আহ'ত হয়েছেন।

রোববার (১১ জুলাই) বিকেলে মসজিদের মাইকে ডা'কা'ত প্রতিরো'ধের আহ্বান জানিয়ে র‌্যাব সদস্যদের ওপর হাম'লা করে স্থানীয়রা।
পরে যৌথ অভি'যান চালিয়ে ৪ জনকে আটকের পাশাপাশি ১২ট্রাক কাঠ জ'ব্দ করেছে র‌্যাব ও বন বিভাগ।

র‌্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আহ'ত র‌্যাবের ৪ সদস্যের চিকিৎসা চলছে। এ হাম'লায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

র‌্যাব ৭ এর উপ অধিনায়ক মেজর নাসির উল হক জানান, গো'পন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও বন বিভাগের একটি যৌথ দল রোববার বিকেলে বাকলিয়া থানার বলিরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় পার্শ্ববর্তী একটি মসজিদের মাইক থেকে অভিযানকারী র‌্যাব ও বন বিভাগের সদস্যদের ডা'কাত আখ্যায়িত করে তাদের প্রতিরো'ধ করতে আহ্বান জানানো হয়।

মসজিদের মাইকের ঘোষণা শুনে স্থানীয় কয়েকশ বাসিন্দা একযোগে হা'মলা করলে র‌্যাবের ৪ সদস্য আহ'ত হয়। এর মধ্যে একজন মাথায় গু'রুতর আ'ঘা'ত পাওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর সন্ধ্যায় বিপুল পরিমাণ র‌্যাব সদস্য ঘটনাস্থলে এসে সাঁ'ড়াশি অভি'যান শুরু করে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জ'ব্দ করা হয় ১২ ট্রাক সেগুন কাঠ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে