চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমানের দরজা ভাঙার ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সেফটি বিভাগের প্রধানকে ওই ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন বোয়িং ৭৭৭-এর ক্যাপ্টেন ইসমাইল, ফার্স্ট অফিসার মলি, পুশব্যাক টেকনিশিয়ান আবদুর রউফ ও পুশকাট অপারেটর সনু মিয়া।
বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন জানান, দায়িত্বে অবহেলার কারণে প্রাথমিকভাবে চারজনকে বরখাস্ত করা হয়েছে। এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ মডেলের একটি বিমান আজ সকালে ওড়ার আগমুহূর্তে এর দরজা ভেঙে খুলে পড়ে। বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল।
দুর্ঘটনার সময় বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন। ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি বিমান এসে ওই যাত্রীদের দুপুর ২টার দিকে মাসকট নিয়ে রওনা হয়। আর দরজা ভেঙে পড়া বিমানটি মেরামতের কাজ চলছে। মেরামত করতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির।
যোগাযোগ করা হলে উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, বেলা ২টার দিকে ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি বিমান এসে ওই যাত্রীদের মাসকট নিয়ে রওনা হয়েছে। ওই বিমানটি মেরামতের কাজ চলছে। কয়েক দিন সময় লাগতে পারে।
১৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম