বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ০৫:৫৫:৩২

ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

এমটিনিউজ২৪ ডেস্ক : গাইবান্ধার সাঘাটায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পু্লিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মিলন মিয়া তার বসতবাড়ির ঘরের চাল পরিষ্কার করতে চালে ওঠেন। এসময় বিদ্যুতের সংযোগ লাইন লিকেজ হয়ে পুরো ঘরের টিনের চালা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন মিলন মিয়া। এটি দেখে চাচা ইয়াকুব আলী তাকে উদ্ধার গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে চাচা-ভাতিজাকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী মোশারফ হোসেন।

মিলনের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তারা মারা যান।

সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে