রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ০৭:৫৬:১৫

বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলার ও ১৩ লাখ রুপিসহ নারী আ'টক

বেনাপোলে ৪০ হাজার মার্কিন ডলার ও ১৩ লাখ রুপিসহ নারী আ'টক

যশোর থেকে : যশোরের বেনাপোলের আমড়াখালী থেকে ৪০ হাজার ৪০০ মার্কিন ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ এক নারী হুন্ডি ব্যবসায়ীকে আ'টক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার রাত ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কে আমরাখালী বাসস্ট্যান্ডে দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লা'শি চালিয়ে সুরাইয়া বেগম নামে ঐ নারী হুন্ডি ব্যবসায়ীকে আ'টক করে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, ঈদের ছুটিতে ভারত ভ্রমণ শেষে বাংলাদেশিরা দেশে ফিরছেন। এ সুযোগে অতিরিক্ত ভিড়ের আড়ালে সুরাইয়া বেগম নামে ঐ নারী হুন্ডি ব্যবসায়ী চেকপোস্ট পার হয়ে বাইরে চলে আসে। 

গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশি চালিয়ে তাকে বিপুল পরিমাণ টাকাসহ হাতেনাতে আ'টক করে বিজিবি সদস্যরা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে