রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৭:৫১

বিয়ে করে বাড়ি ফেরা হলো না বরের, পালিয়ে গেল বরযাত্রী

বিয়ে করে বাড়ি ফেরা হলো না বরের, পালিয়ে গেল বরযাত্রী

যশোর: যশোরের বাঘারপাড়ায় বাল্যবিয়ের পর ভ্রা'ম্যমাণ আদালতের উপস্থিতি টে'র পেয়ে পালি'য়ে গেল বরযাত্রীরা। পরে ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে আট'ক করে বিভিন্ন মেয়াদে কা'রাদ'ণ্ড দিয়েছেন। রোববার বিকেলে উপজেলার ইন্দ্রা বাজারে এ ঘটনা ঘটে।

সা'জাপ্রা'প্তরা হলেন- বর বাঘারপাড়ার ইন্দ্রা গ্রামের মীর তরিকুল ইসলামের ছেলে আকবর আলীকে এক মাস, বরের ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুনকে এক মাস, বোন জোহরা খাতুন, মনিরা খাতুন ও নানি আখিরোন নেছা এবং কনের দাদা ফুল মিয়া। তাদের সাতদিনের বিনাশ্র'ম কারাদ'ণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ।

স্থানীয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উপজেলার শেখেরবাতান গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে আকবর আলীর বাল্যবিয়ে দেয়া হয়। বিয়ের পর বউ নিয়ে বরযাত্রী ফেরার পথে ইন্দ্রা বাজারে ভ্রাম্যমাণ আদালত তাদের গ'তিরো'ধ করেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টে'র পেয়ে বরযাত্রীরা পালি'য়ে যায়। পরে ওই ছয়জনকে আট'ক করে কা'রাদ'ণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানান, বাল্যবিয়ে দেয়ার কারণে ওই ছয়জনকে কা'রাদ'ণ্ড দেয়া হয়েছে। যেহেতু অবৈ'ধ এ বিয়ের কোনো রেজিস্ট্রেশন হয়নি এজন্য কনেকে তার দাদার (বাবার চাচা) হে'ফাজ'তে দেয়া হয়েছে।

একই সঙ্গে মেয়েটির বাবা-মাকে দেখা করতে বলা হয়েছে। তাদের বুঝিয়ে মেয়েটির লেখাপড়া অব্যাহত রাখা বা অন্য কোনো সহযোগিতার দরকার হলে উপজেলা প্রশাসন সম্ভব সব ধরনের সহায়তা করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে