বুধবার, ০১ জানুয়ারী, ২০২০, ০১:৩২:০০

নেই হাত-পা, মুখ দিয়ে লিখেই জিপিএ-৫ পেল জিরা

নেই হাত-পা, মুখ দিয়ে লিখেই জিপিএ-৫ পেল জিরা

যশোর: হাত-পা নেই। তবুও দ'মে যায়নি লিতুন জিরা। অদ'ম্য ইচ্ছাশক্তিতে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ পেয়েছে এ শিক্ষার্থী।দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা মুখে ভ'র দিয়ে লিখেই এবার পিইসি পরীক্ষা দিয়েছিলো। সে যশোরের মণিরামপুর উপজেলার খানপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। এবার উপজেলার খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নেয়।

লিতুন জিরা পরনির্ভরশীল হয়ে সমাজের বো'ঝা হতে চায় না। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হয়ে আ'ত্মনির্ভরশীল হতে চায়।

লিতুন জিরার বাবা হাবিবুর রহমান ও মা জাহানারা বেগম বলেন, লিতুন জিরা স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া, গোছল সব কিছুই করতে পারে। মুখ দিয়েই লিখে সে। তার চমৎকার হাতের লেখায় মুগ্ধ হবে যে কেউ।

লিতুন জানায়, তার একটাই ইচ্ছা, লেখাপড়া শিখে নিজেই কিছু করতে চায় সে। তবে, কিছুদিন আগে মা'রা যাওয়া দাদুর জন্য খুব মন খারাপ তার। দাদু বেঁ'চে থাকলে তিনি খুব খুশি হতেন।

লিতুন জিরার প্রধান শিক্ষক সাজেদা খাতুন বলেন, তার ২৯ বছর শিক্ষকতার জীবনে লিতুন জিরার মতো মেধাবী শিক্ষার্থীর দেখা পাননি। শুধু লেখাপড়ায় নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্যদের থেকে অনেক ভালো। তিনি বলেন, এই ফলাফলে আমরা সবাই খুশি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরীফী জানান, দুই হাত-পা ছাড়াই জন্ম নেয়া লিতুন জিরা মণিরামপুর উপজেলা থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছিলো। সে ভালো রেজাল্ট করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে