সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২, ১১:১০:৪৯

ছুটে আসল ফায়ার সার্ভিস, জীবিত উদ্ধার কবুতরটি

ছুটে আসল ফায়ার সার্ভিস, জীবিত উদ্ধার কবুতরটি

এমটি নিউজ ডেস্ক : মৃত্যুর দোয়ার থেকে বাঁচানো গেল একটি কবুতর। ঘটনাটি যশোরের অভয়নগরে নওয়াপাড়ায়। শেষমেস ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের চেষ্টায় অবশেষে কবুতরটি উদ্ধার হলো।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মহাকাল এলাকায় যশোর-খুলনা মহাসড়কসংলগ্ন নওয়াপাড়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গত রবিবার দুপুরে একটি কবুতর পল্লী বিদ্যুতের তারে আটকে যায়।

সোমবার দুপুর পর্যন্ত কবুতরটি একই স্থানে আটকে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেন। বিকালে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে কবুতরটিকে জীবিত উদ্ধার করেন। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, 'বিদ্যুতের তারে আটকে থাকা একটি কবুতরের প্রাণ বাঁচিয়ে প্রশংসনীয় কাজ করেছে নওয়াপাড়া ফায়ার সার্ভিস। '

এই ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, 'পল্লী বিদ্যুতের হাইভোল্টেজ লাইনের তারে একটি কবুতর একদিন ধরে আটকে রয়েছে জানতে পেরে সোমবার বিকালে ঘটনাস্থলে পৌঁছাই। বৈদ্যুতিক লাইন বন্ধ করে এক ঘণ্টার চেষ্টায় পায়ে রশি বাঁধা জীবিত একটি কবুতর উদ্ধার করা হয়। পরে মুক্ত আকাশে কবুতরটিকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানে একটি ইউনিট (ছয় সদস্য) কাজ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে