যশোর থেকে: যশোরের সেই শারীরিক প্রতিবন্ধী লিতুন জিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছে। পাশাপাশি তার পড়াশোনা ও চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অর্থসহায়তা দিবেন তিনি। আগামী রোববার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে হাত-পা ছাড়া জন্ম নেওয়া লিতুন জিরাকে এ আর্থিক সহায়তা দেওয়া হবে।
এর আগে চলতি মাসের ৩ মার্চ শেখ হাসিনার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে চিঠি লিখে লিতুন জিরা। সেই চিঠি পেয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিতুনের খোঁজ নেন। ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে প্রবেশের অনুমতি ও ৫ লাখ টাকার অর্থসহায়তা পাওয়ার বিষয়ে একটি চিঠি এসেছে লিতুন জিরার বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা হাবিবুর রহমান। লিতুন জিরা যশোরের মণিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা বেগম দম্পতির মেয়ে। দুই ভাইবোনের মধ্যে ছোট লিতুন। লিতুনের বাবা হাবিবুর রহমান ওই উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক।
তিনি ১৮ বছর ধরে কলেজটিতে শিক্ষকতা করছেন। লিতুনের মা জাহানারা বেগম গৃহিণী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিতুন জিরাকে আর্থিক সহায়তা দিচ্ছেন জানতে পেরে খুব খুশি লিতুন জিরা। সে জানায়, খবরটি প্রথমে আমার বাবাই প্রথম দিয়েছিল। শুধু আর্থিক সহায়তাই না, একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি দেখাও করতে পারবো আমি। আমার যে কত খুশি লাগছে। প্রতিবন্ধীদের প্রতি খুবই আন্তরিক এমন একটি প্রধানমন্ত্রী পেয়েছি আমরা।
লিতুন জিরার বাবা হাবিবুর রহমান বলেন, লিতুন খুবই মেধাবী। ছোট বেলা থেকেই উদ্যমী। কিছু করার প্রতি তার মনের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ আর পরিশ্রম সংগ্রামীর মধ্য দিয়ে সে আজ অনেকপথ এগিয়েছে। পিএসসিতে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি বৃত্তি লাভ করে। ও যত দূর পড়তে চায়, আমি তত দূর পড়াবো। লিতুনের পাশে দাঁড়ানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।