বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১১:১২:৩৫

লোকালয়ে ঢুকে পড়েছে পানি, ডুবে গেছে পৌর শহরসহ ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল

লোকালয়ে ঢুকে পড়েছে পানি, ডুবে গেছে পৌর শহরসহ ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল

একদিকে টানা বর্ষণ আরেকদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, তীব্র জোয়ারে ৪-৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ডুবে গেছে ডুবে গেছে পৌর শহরসহ ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল। অবর্ণনীয় দূর্ভোগ, হাজার হাজার মানুষ পানিবন্দী, এ ছাড়া প্রায় তিন শতাধিক মাছের ঘের ও পুকুর পানিতে তলিয়ে গেছে।

ভূক্তভোগীরা জানায়, গত মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির কারণে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে। এই অঞ্চলের রাস্তা-ঘাট, বসতবাড়ি, পানিতে ডুবে গেছে। পানিবন্দী পরিবারগুলো দৈনন্দিন কাজ ও রান্নার কাজও করতে পারছেন না।

এ ছাড়া ভারি বর্ষণে পৌর শহরের দক্ষিণ বন্দর, থানাপাড়া, মিরুখালী রোড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ সড়ক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌর মেয়রের নির্দেশে প্রকৌশলীর নেতৃত্বে কয়েকটি দল পানি অপসারণের চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার জানান, ‘বলেশ্বর নদ তীরবর্তী মাঝেরচর, খেতাচিরা, উলুবাড়িয়া, ভোলমারা, খেজুরবাড়িয়া, পশ্চিম মিঠাখালী ও মিরুখালী, রাজারহাট বেড়ি বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়েছে। দুই দিন  ধরে ব্যাপক ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে