বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬:৩৭

৫০০ টাকার বাজি ধরে খালের পানিতে টানা ১০০ বার ডুব,কৃষকের মৃত্যু

৫০০ টাকার বাজি ধরে খালের পানিতে টানা ১০০ বার ডুব,কৃষকের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে ৫০০ টাকার বাজি ধরে খালের পানিতে টানা ১০০ বার ডুব দেওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছেন মো. বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষক। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে চালের বস্তা মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারিবাড়ি বাজারে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে পাশের খালের পানিতে ১০০ বার ডুব দেন। খাল থেকে উঠে আসার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্থানীরা দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত বাবুল মোল্লা দুই কন্যা ও এক পুত্র সন্তানের বাবা। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাবুল মোল্লার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে