বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ০২:৪১:০৭

বিএনপি-জামায়াতের ২ শতাধিক নেতা-কর্মী আ.লীগে যোগদান

বিএনপি-জামায়াতের ২ শতাধিক নেতা-কর্মী আ.লীগে যোগদান

জয়পুরহাট থেকে : জয়পুরহাটের সীমান্তবর্তী উপজেলা পাঁচবিবির বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার বালিঘাটা ইউনিয়নের এসব নেতা-কর্মী ও সমর্থকরা আওয়ামী লীগে যোগদান করেন।
 
সোমবার বিকালে পাঁচবিবির আটুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
 
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. জিহাদ মণ্ডল প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

১০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে