মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৫:৫৭

যৌথ অভিযানে এবার গ্রেপ্তার আ.লীগের সেই মিস মেরি

যৌথ অভিযানে  এবার গ্রেপ্তার আ.লীগের সেই মিস মেরি

এমটিনিউজ২৪ ডেস্ক : জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিস মেরিকে (৩৪) ঢাকার রমনা থানার সিআর মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার বিকালে জয়পুরহাট ডিবি পুলিশ ও কালাই থানা পু্লিশের যৌথ অভিযানে পৌরসভার আওড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, ঢাকার একটি সিআর মামলায় ওয়ারেন্ট মূলে আসামি মিস মেরিকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশি নিরাপত্তায় কোর্টের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে