জয়পুরহাট : একজনকে হত্যার দায়ে ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। এ মামলায় আরো একজনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওয়াজেদ আলী তোরাব, চৈতন মোল্লা, সাফাদুল, মচ্ছির উদ্দিন, মন্টু মিয়া, আনু এবং আবু হাসান দিলীপ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন মাহবুব আলম বাবু।
রায় ঘোষণার সময় ৭ জন আদালতে উপস্থিত থাকলেও পলাতক রয়েছেন মন্টু মিয়া। তাকে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৭ অক্টোবর সকালে সদর উপজেলার ধারকী গ্রামের আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
ওই রাতেই নিহতের ভাই জয়পুরহাট সদর থানায় ৯ জনকে আসামি করে মামলা করেন। ২০০৭ সালের ৩০ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে বলা হয়, এলাকায় আধিপত্য নিয়ে মতিনের সঙ্গে আসামিদের দ্বন্দ্ব ছিল। পূর্ব শত্রুতার জেরে আসামিরা মতিনকে হত্যা করেছে।
৯ বছরের বেশি সময় ধরে চলা এ মামলার রায় হলো আজ।
বাদীপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, তার মক্কেলরা ন্যায়বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
১৭ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম