জয়পুরহাট : জয়পুরহাট পুলিশ লাইন পুকুরে ডুবে ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শাহ আলমের (৩০) নামের ওই পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরের আগে শরীর খারাপ লাগছিল বলে সহকর্মীদের জানান শাহ আলম। এরপর থেকে শাহ আলমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় পুলিশ লাইন পুকুরের পাড়ে গামছা, লুঙ্গি ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এরপর সহকর্মীরা ওই পুকুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাহানুর ইসলামের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা পুকুর থেকে শাহ আলমের লাশ উদ্ধার করে। পুকুরে গোসল করতে নেমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
শাহ আলম দুই মাস আগে আক্কেলপুর থানা থেকে বদলী হয়ে ডিবিতে যোগদান করেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামের জহির রায়হানের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশ কর্মকর্তা শাহ আলেমের মৃত্যুতে জয়পুরহাট পুলিশের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজ শুক্রবার জেলা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠানো হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এএসআই/৫৩৩ শাহ আলম ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
১৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম