জয়পুরহাট : জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রী নাসিমা আখতার পারভিনকে (৩৮) শ্বাসরোধে হত্যার পর স্বামী আবদুল হামিদও (৪৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার আমদই ইউনিয়নের হাঁটুভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল হামিদ ওই গ্রামের আলেফ উদ্দিনের ছেলে এবং নাসিমা আখতার পারভিন একই উপজেলার পুরানাপৈল ইউনিয়নের করিমনগর-পশ্চিম পারুলিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে।
মিতু ও রাকিব নামে এই দম্পতির দু'টি সন্তান রয়েছে। মেয়ের বিয়ে হয়ে গেছে।
সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, পরকীয়া নিয়ে স্ত্রীর সঙ্গে হামিদের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার ভোরে নিজের শয়নকক্ষে স্ত্রী পারভিনের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন হামিদ।
পরে নিজেও ঘরের চালার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। সকাল ৭টার দিকে তাদের অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে রাকিব (১৪) ঘরে ঢুকে মা-বাবার লাশ দেখে চিৎকার করে ওঠে।
পরে বাড়ির লোকজন গিয়ে প্রথমে এক ইউপি সদস্য ও পরে থানায় খবর দিলে পুলিশ এসে দম্পতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
১৪ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম