জয়পুরহাট : কবর খুঁড়ে মসজিদের ইমামের মরদেহ থেকে মাথা কেটে নেয়ার চেষ্টাকালে গ্রামবাসী দুজনকে হাতেনাতে ধরেছেন। রোববার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামে এ অবিশ্বাস্য ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিকনী গ্রামের মসজিদের ইমাম মোসলেম উদ্দিন গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
পরদিন রোববার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাতে স্থানীয় জাহাঙ্গীর আলম ও বিপুল হোসেন নামে দুই ব্যক্তি গোপনে তার (ইমাম) কবর খুঁড়ে মরদেহ বের করার সময় গ্রামবাসী তাদের হাতেনাতে আটক করে।
এলাকাবাসী উত্তম-মধ্যম দিলে যুবকরা জানায় তারা ইমামের মরদেহ থেকে মাথা কেটে নিয়ে বিভিন্ন কুফরি কালামের (জাদুটোনা) কাজে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। পরে গ্রামবাসী তাদেরকে আক্কেলপুর থানা পুলিশে সোপর্দ করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
১৮ অক্টোবর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম