জয়পুরহাট থেকে : সদ্য ঘোষিত বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নাফিজুর রহমান পলাশের কুশ-পুত্তলিকা দাহ করা হয়। পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে থেকে জেলা বিএনপির সাবেক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর নেতৃত্বে মিছিল বের হয়ে কার্যালয় চত্বরে সমবেত হয়। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন শেষে কার্যালয়ের তালা ভেঙে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।
এর আগে গত শুক্রবার কালাই বাসস্ট্যান্ড ও শনিবার ক্ষেতলাল উপজেলা বিএনপি অফিসের সামনে একই দাবিতে জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশের কুশপুত্তলিকা দাহ করে বিএনপিরই একটি অংশ। ওই দিন ক্ষেতলাল উপজেলা বিএনপি কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেয় নেতাকর্মীরা।
এ বিষয়ে জয়পুরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশ জানান, বিএনপিতে নাম লিখিয়ে নিজেদের অফিসে যারা আগুন ধরিয়ে দেয়, শহীদ জিয়ার ছবি যারা পুড়িয়ে দেয়, তারা কখনো বিএনপি করতে পারে না। নিঃসন্দেহে তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের এজেন্ট। আগামী দিনে এসব এজেন্ট প্রতিরোধে জয়পুরহাট জেলা বিএনপি একযোগে কাজ করবে এবং এই ন্যক্কারজনক ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জয়পুরহাট থানার ওসি ফরিদ হোসেন জানান, বিএনপি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস