জয়পুরহাট থেকে : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে বায়েজিদ হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশুর পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। শিশুটিকে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতটুকু শিশুর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ সৎ মায়ের!
শিশুটির পরিবার জানায়, প্রথম স্ত্রী কবিতা বেগম এক বছর আগে মারা যাওয়ার পর আরবি বেগমকে বিয়ে করেন উপজেলার কানুপুর গ্রামের ময়নুল ইসলাম। বিয়ের পর থেকে শিশুটিকে সহ্য করতে পারেন না তার সৎ মা আরবি বেগম। শুক্রবার দুপুরে শিশুটি বাড়ির বাহিরে খেলাধুলা করছিল।
এ সময় তার সৎ মা শিশুটিকে বাড়িতে ডেকেছিলেন। কিন্তু শিশুটির আসতে দেরি করায় সৎ মা তাকে মারপিট করতে করতে ঘরের মধ্যে নিয়ে যান। এরপর নির্যাতনের এক পর্যায়ে বায়েজিদ হোসেনের বাম পা দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে ঘরের মধ্যে আটকে রাখেন তিনি। পরে শিশুটির চিৎকারে দাদি মরিয়ম বেগম এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে শনিবার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
এ ঘটনায় দাদি মরিয়ম বেগম বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিষয়টি আমি জেনেছি, তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস